কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে ভৈরব পৌরসভার চণ্ডীবের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চণ্ডীবের এলাকার আনোয়ার মিয়ার স্ত্রী মদিনা (৩৫) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নয়াকন্যাগাঁওয়ের সুলতান মিয়ার স্ত্রী সালমা বেগম (২৫)।
ভৈরব র্যাব-১৪ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব চণ্ডীবের এলাকায় দুই নারীকে সন্দেহজনক ঘুরাফেরা করার সময় আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে শরীরে বিশেষভাবে আটকানো ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আরিফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫