জাতীয় সংসদ ভবন থেকে: সাপ্তাহিক ছুটি বাদে টানা ১৩ কার্যদিবস শেষে সংসদের বৈঠক মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সংসদ বৈঠক মুলতবি করেন।
দশম জাতীয় সংসদের পঞ্চম এ অধিবেশন গত ১৯ জানুয়ারি শুরু হয়। যা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। শীতকালীন এ অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংসদে ভাষণ দেন। এ ভাষণের ওপর অনির্ধারিত আলোচনা চলছে।
বিএনপি নেতৃত্বাধীন জোটের নির্বাচন বর্জনের মধ্যে দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ গঠিত হয়। এতে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসন নেয় জাতীয় পার্টি।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫