গোপালগঞ্জ: চলমান আন্দোলনে নাশকতা সৃষ্টির আশঙ্কায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহাদৎ হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়ার নতুন বাজার এলাক থেকে তাকে আটক করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, চলমান আন্দোলনে নাশকতা সৃষ্টি করতে পারে পুলিশের কাছে এমন গোপন তথ্য ছিল। এ কারণে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫