ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে বাসে ককটেল হামলায় আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
রংপুরে বাসে ককটেল হামলায় আহত ৫ ফাইল ফটো

রংপুর: রংপুরে যাত্রীবাহী বাসে ককটেল হামলা করেছে শিবির কর্মীরা। এতে ৫ যাত্রী আহত হয়েছেন।

এদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ধাপের হাট পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুড়িগ্রাম থেকে এন আর এন্টারপ্রাইজের একটি বাসে আসছিলেন তারা। পথে মহাসড়কের ধাপের হাট পেট্রোল পাম্পের কাছে আসলে নারায়ে তকবির বলে বাসে ককটেল নিক্ষেপ করে কয়েক যুবক। এতে বাস যাত্রী শহিদুল (৪০), বেবি (২৮), স্মিতা (২৩), রুবি (২৫) ও আদিয়া (৩৫) আহত হয়।
এদের মধ্যে আদিয়া ও স্মিতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পৌছালে শিবির কর্মীরা পালিয়ে য়ায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল তার থানা এলাকার বাইরে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।