ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পঙ্কজ শরণের সঙ্গে নয়া মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
পঙ্কজ শরণের সঙ্গে নয়া মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঙ্কজ শরণ ও মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

বুধবার সকালে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার আগে ভারতীয় হাইকমিশনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

  এদিন বিকেলে মার্সিয়া রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এক কূটনীতিক জানিয়েছেন এটা নিছক সৌজন্য সাক্ষা‍ৎ ছিল।
বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হয়ে গত ২৫ জানুয়ারির ঢাকা আসেন মার্সিয়া।

পরিচয়পত্র জমা দেওয়ার সময় মার্কিন এই নারী কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ  অংশীদার হিসেবে দেখে। দুই দেশ একসঙ্গে কাজ করলে উভয় দেশের জনগণই উপকৃত হয় এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা অনেক ক্ষেত্রে এভাবেই কাজ করে আসছি।

একজন মিনিস্টার-কাউন্সিলর পর্যায়ের পেশাদার উর্ধ্বতন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য হিসেবে রাষ্ট্রদূত বার্নিকাট সর্বশেষ ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ ব্যুরোতে উপ-সহকারী মন্ত্রী
হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি
সেনেগাল ও গিনি-বিসাউয়ের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। রাষ্ট্রদূত বার্নিকাটের দক্ষিণ-এশিয়া অঞ্চলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে।   তিনি অফিস
ডিরেক্টর হিসেবে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়ে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের
দায়িত্ব পালন করেছেন।   এছাড়াও ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি ডেপুটি পলিটিক্যাল কাউন্সিলরের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।