ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের পিয়াসের ল্যাপটপ ও মোবাইল ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বাংলানিউজের পিয়াসের ল্যাপটপ ও মোবাইল ছিনতাই মেহেদী হাসান পিয়াস

ঢাকা: বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মেহেদী হাসান পিয়াসের গলায় ছুরি ধরে ল্যাপটপ, মোবাইল, ফোন, পরিচয়পত্র, মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে গেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সোয়া ১০টায় গুলশান-১ নম্বরের নিকেতন গেট সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।



পিয়াস জানান, বইমেলা থেকে দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন তিনি। রাত সোয়া ১০টার দিকে নিকেতনে এসে বাসায় যাওয়ার উদ্দেশে রিকসা খুঁজছিলেন। এ সময় ৭ যুবক তার কাছে এসে দাঁড়ায়। হঠাৎ করে ৩ জন তার গলায় ও পেটে ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়।

এ সময় তারা পিয়াসের কাছে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।