ভোলা: ভোলা সদরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ও বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টা ও সাড়ে ১১টায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদরের ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের আ. খলিলের ছেলে ইউসুফ (৩৫) ও বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের দালারপুর গ্রামের মৃত নসু পাটোয়ারীর ছেলে মোসলেউদ্দিন (৪০)।
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার হয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন মোসলেউদ্দিন।
এ সময় সড়কে স্ট্যান্ড করা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যান মোসলেউদ্দিন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন রায় চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।
এরআগে রাত ৯টায় সদর উপজেলার ইলিশা জংশন বাজারে একটি মাদ্রাসায় কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে ইউসুফ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, রাতে ওই মাদ্রাসার ছাদে ইউসুফসহ অন্যরা কাজ করছিলেন। এ সময় অসতর্কতাবশত পা পিছলে ছাদ থেকে মাটিতে পড়ে যায় ইউসুফ। দ্রুত তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫