বগুড়া: দেশে রাজনৈতিক কর্মসূচির নামে যে ধরণের নাশকতা বা সহিংসতা চালানো হচ্ছে তা ফৌজদারি অপরাধ। নাশকতা রুখতে পুলিশ এবং জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বগুড়া জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাজাহানপুর থানার আয়োজনে বগুড়ার বনানীতে নাশকতা ও সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হরতাল-অবরোধে চলমান নাশকতা খেঁটে খাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ইতোমধ্যেই অনেক জীবন প্রদীপ নিভে গেছে। অসহায় হয়ে পড়ছে নিহতদের পরিবার।
পর্যালোচনা সভাটি শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবু জাফর আলীর সভাপতিত্বে ও বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জল কুমার, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব শাহাদৎ আলম ঝুনু, শাজাহানপুর থানার আরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, কাউন্সিলর আব্দুর রহিম, স্বপ্না চৌধুরী, মমতাজ বেগমসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫