ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় জঙ্গি সন্দেহে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
তেঁতুলিয়ায় জঙ্গি সন্দেহে আটক ২ ছবি : প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জঙ্গি সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজার থেকে আটক করা হয়।


 
আটকরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার বড়দাকান্তের ছেলে অসীম (৩০) এবং একই এলাকার পরিমল চন্দ্রের ছেলে প্লাটুন (২৫)।
 
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান জানান, রাতে ওই দুই যুবক মেয়েদের চুলের ক্লিপ ও ব্যান্ড বিক্রি করছিলেন। ক্লিপ ও ব্যান্ডের সঙ্গে ‘কাদের মোল্লাকে কসাই কাদের সাঁজিয়ে প্রহসনের বিচার দেশবাসী মানে না’ লেখা সম্বলিত লিফলেটও বিতরণ করছিলেন তারা। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে।

এ সময় চুলের ক্লিপে মোড়ানো ওই লেখা সম্বলিত শতাধিক লিফলেট জব্দ করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।