নাটোর: নাটোর সদর উপজেলার আহম্মেদপুরে একটি খালি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে চালক ও হেলপার সামান্য আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, খালি ট্রাকটি রাজশাহীর বানেশ্বর থেকে পাবনা যাচ্ছিল। পথে আহম্মেদপুরে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে যায়। পরে
নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫