ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
নাটোরে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ছবি : প্রতীকী

নাটোর:  নাটোর সদর উপজেলার আহম্মেদপুরে একটি খালি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এতে আগুন ধরে ট্রাকটি পুড়ে যায়।

আগুনে চালক ও হেলপার সামান্য আহত হয়েছেন। তবে ‍তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, খালি ট্রাকটি রাজশাহীর বানেশ্বর থেকে পাবনা যাচ্ছিল। পথে আহম্মেদপুরে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি পুড়ে যায়। পরে
নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।