ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সারাদেশে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল কর্মসূচির শেষদিনে নাশকতারোধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়াও জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৭১ প্লাটুন বিজিবি প্রস্তত রাখা হয়েছে।



বিষয়টি নিশ্চিত করে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা।

তিনি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোর ৬টা থেকেই তারা টহল শুরু করেছেন।

তিনি জানান, এর মধ্যে রাজধানী ঢাকায় অপ্রীতিকর ঘটনা ও নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পুরো রাজধানীর পাশাপাশি বিশেষ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর দিকে তারা নজরদারি করবে।

রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২০৮ প্লাটুন বিজিবি। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ এলাকসমূহের আইনশৃঙ্খলা রক্ষার্থে ৯৮ প্লাটুন ও বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকছে ১১০ প্লাটুন বিজিবি।

রাজধানী ঢাকায় মোতায়েনকৃত প্লাটুনগুলো দায়িত্ব পালন করবে হরতালের শেষ সময় (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা) পর্যন্ত। কিন্তু অন্যান্য প্লাটুনগুলো ২৪ ঘণ্টার নিরাপত্তায় মোতায়েন থাকবে।

বিজিবির মূখপাত্র মুহম্মদ মোহসীন রেজা আরো জানান, জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৭১ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে সারাদেশে মোতায়েন করার জন্য।

হরতাল শেষ হওয়ার আগের রাতে (বুধবার) সন্ধ্যা ৬ টা থেকে (বৃহস্পতিবার) ভোর ৬ পর্যন্ত ২০ প্লাটুন বিজিবি রাজধানীতে মোতায়েন ছিল।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।