ঢাকা: দেশব্যাপী রাজনীতির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ এবং যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে ফের কর্মসূচি দিয়ে মাঠে নামছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু করবে সংগঠনটি।
এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল সকল রাজনৈতিক- সামাজিক -সাংস্কৃতিক দল এবং নারী-শ্রমিক-ছাত্র-যুব পেশাজীবিসহ সকলকে আহবান জানানো হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইমরান এইচ সরকার বলেন, রাজনীতির নামে ধারাবাহিক সহিংসতা চলছে। বাস-ট্রাকসহ যানবাহনে পেট্রোল বোমা মারা হচ্ছে। এতে নারী-পুরুষ, শিশুসহ সহায় সম্পদ জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। চারিদিকে ছড়িয়ে পড়ছে পোড়া মানুষের গন্ধ। স্বজন হারাদের কান্না যেন দিন দিন বেড়েই চলছে।
এ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত এবং মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন-অসাম্প্রায়িক বাংলাদেশ বিনির্মানে সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধে শামিল হওয়া নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব।
দেশের এই সংকটময় মুর্হতে জনগণকে আবার জেগে উঠার আহবান জানিয়ে তিনি বলেন, ৫ ফেব্রুয়ারি থেকে গণজাগরণমঞ্চ শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করবে। তিনি বলেন, যখনই দেশের সংকট তখনই গণজাগরণ মঞ্চের কর্মসূচি থাকবে। সহিংস আন্দোলন বন্ধ না হওয়া পর্যন্ত গণজারণমঞ্চের কর্মীরা ঘরে ফিরবে না।
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের ফাসিঁ কার্যকরসহ ছয় দফা দাবিতে গত ০১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহণ শুরু করে গণজাগরণ মঞ্চ।
গণস্বাক্ষর গ্রহণ শেষে আগামী ২৬ মার্চ ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন-অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানেই আমাদের অঙ্গিকার’ শিরোনামে মহামান্য রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার বরাবর হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা ফেব্রুয়ারি ০৫, ২০১৫