ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীদের হরতাল বিরোধী মিছিল-মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
রাজধানীতে শিক্ষার্থীদের হরতাল বিরোধী মিছিল-মানববন্ধন ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাড্ডা লিংক রোডে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের কয়েক’শ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে।

 

শিক্ষার্থীর‍া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি হরতাল-অবরোধ প্রত্যহারের আহ্বান জানান। তারা বলেন, আপনি আমাদের পরীক্ষা দিতে দিন নইলে আমাদের জীবন ধবংস হয়ে যাচ্ছে। আপনার দেওয়া কর্মসূচির কারণে আমাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আপনি হরতাল-অবরোধ প্রত্যাহার করুন।

এদিকে একই দাবিতে রাজধানীর রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।