ঢাকা: রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যা, দেশব্যাপী সহিংসতা বন্ধ এবং যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে টানা অবস্থান শুরু করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যা ও এসএসসি পরীক্ষার সময় হরতাল বন্ধ, যুদ্ধাপরাধীদের রায় কার্যকর, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ এবং ছয় দফা দাবি বাস্তবায়নে টানা অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। সহিংস আন্দোলন বন্ধসহ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীরা ঘরে ফিরবেন না।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫
** ছয় দফা দাবি নিয়ে মাঠে নামছে গণজাগরণ মঞ্চ