ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যে কোনো সময়ে চিরুনি অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
যে কোনো সময়ে চিরুনি অভিযান ফাইল ফটো

ঢাকা: অব্যাহত সহিংসতার মুখে এবার পেট্রোল বোমার উৎসে হানা দেওয়ার পরিকলপনা নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এ পরিকল্পনার আওতায় দু’একদিনের মধ্যেই সারাদেশে চিরুনি অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



সূত্রমতে, যাত্রীবাহী বাস আর মালবাহী ট্রাকে একের পর এক পেট্রোল বোমা ও ককটেল হামলাই এই চিরুনি অভিযানের প্রেক্ষাপট তৈরি করেছে।

কেননা এমন নাশকতায় গত ১ মাসে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। আরো অন্তত শতাধিক মানুষ ধুঁকছেন বার্ন ইউনিটে।

এই নাশকতা ঠেকাতে তাই পেট্রোল বোমা প্রস্তুতকারীদেরই ধরে ফেলতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে প্রায় আটশ’ জনের একটি তালিকাও তৈরি করা হয়েছে। ওই তালিকার অধিকাংশই বিএনপির হলেও জামায়াত-শিবির ও কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কয়েক জনের নামও রয়েছে। সঙ্গে রয়েছে পেট্রোল বোমা তৈরি ও ছুঁড়ে মার‍ার কাজে দক্ষ কিছু ভাড়াটে সন্ত্রাসীর নাম।
 
সূত্র বলছে, বিশেষ এক গোয়েন্দা সংস্থার তৈরি করা এই নামের তালিকা এখন নিবিঢ় পর্যবেক্ষণে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো মুহূর্তে চিরুনি অভিযানের নির্দেশনা দেওয়া হতে পারে।

এক্ষেত্রে দেশব্যাপী চলমান নাশকতাবিরোধী অভিযান আরো প্রবলতর কর‍ারই সম্ভাবনা বেশি। প্রতিদিনই দেশের জেলায় জেলায় ধরপাকড় চলছে। বুধবার রাতেও রাজনীতির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫৫ জন ও বিএনপির ২৫ কর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।