ঢাকা: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৫ থেকে ২৭ জানুয়ারি ওবামার ভারত সফরকালে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আলোচনা হয়।
হোয়াইট হাউজ সূত্র জানায়, এ সময় দুই রাষ্ট্রপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি ও জনগণের ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ওয়াশিংটন ডিসিতে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক ফিল রেইনার ‘প্রেসিডেন্ট ওবামার ভারত সফর : মার্কিন-ভারত সম্পর্কের দৃষ্টিভঙ্গি’ শিরোনামে একটি সংবাদ সম্মেলন করেন।
ফরেন প্রেস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রেইনার বলেন, নয়া দিল্লিতে দুই নেতা বাংলাদেশে বিরাজমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি অবশ্যই চিন্তার বিষয়। কিন্তু এই সফরে দুই নেতা গণতান্ত্রিক শক্তি এবং কিভাবে এটা তার নাগরিকদের ক্ষমতাবান করতে পারে- সে বিষয়ে নির্দেশনা ছিল।
রেইনারের এ সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এটি একটি চলমান আলোচনা। আমরা এ সফরকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অন্য এক প্রশ্নের জবাবে রেইনার বলেন, দুই নেতার বৈঠকে একটা বিষয় উঠে এসেছে- সেটা হলো, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভূমিকা এবং একে সামনের দিকে এগিয়ে নেয়া।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫