ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বরিশালে গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহিংসতার বিরুদ্ধে বরিশালে জাগরণ যাত্রা করেছে সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীরা জড়ো হন।



পরে গণজাগরণ মঞ্চ বরিশালের সংগঠক নিগার সুলতানা হনুফার নেতৃত্বে জাগরণ যাত্রা বের করা হয়। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয় জাগরণ যাত্রা। এসময় নেতাকর্মীরা সেখানে সমাবেশ করেন।

এতে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চের সংগঠক নজরুল বিশ্বাস, শারমিন আক্তার পপি, সিদ্দিকুর রহমান, অনিল কুন্ডু প্রমুখ।

অবিলম্বে সহিংসতা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

এছাড়া জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।