ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আজ সচেতন। তারা জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা মেনে নেবে না।
অর্থ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ের উচ্চপদস্থদের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারা মানবাধিকারবিরোধী কাজ। একাজ ইসলামবিরোধীও। বোমা মেরে মানুষ হত্যা, অর্থনীতির ওপর আঘাত হানা--এসবই বিএনপি-জামায়াতের কাজ।
যে দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যে দল সামরিক শক্তির অপব্যহারের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত তাদের পক্ষেই সম্ভব এভাবে সাধারণ মানুষের ওপর হামলা ও সাধারণ মানুষের ধন-সম্পদ ধ্বংস করা।
এরা দেশের জন্য কোনও উন্নয়ন না করে, মুফতে সব কিছু পেয়ে গেছে। আর সে কারণেই দেশের ধ্বংস হলে তাদের কিছু যায় আসে না, বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা আগে থেকেই দক্ষ। মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে পারবো।
শেখ হাসিনা বলেন, আমরা পারি সেটা আমরা প্রমাণ করেছি। শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করেই আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মুদ্রাস্ফিতি হ্রাস, আর্থ-সামাজিক উন্নয়নকে অর্থমন্ত্রণালের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফসল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ জন্য তাদের ধন্যবাদ জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রজ্ঞা ও দক্ষতা এবং তার নিরলস কাজ করে যাওয়ার ক্ষমতারও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
** চার বছরে দারিদ্র কমবে ১০ শতাংশ, ঘোষণা প্রধানমন্ত্রীর
বাংলাদেশ সময় ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫