ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২ ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের আমতলা মোড় থেকে ফেনসিডিলসহ  দু’জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের মৃত নুরউদ্দিনের ছেলে ফরহাদ হোসেন ও কাথন্ডা গ্রামের মজিদ সরদারের ছেলে মহিউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) আমিরুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সকালে ওই এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে এর দুই আরোহী ফরহাদ ও মহিউদ্দিনের দেহ তল্লাশি করে। এসময় ২৮ বোতল ফেনসিডিল পাওয়ায় তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।