ঢাকা: রাজধানীর উত্তরার কসাইবাড়ি এলাকায় পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে ঘুমিয়ে থাকা হেল্পার নাজিম উদ্দিন (১২) নামে শিশু দগ্ধ হয়েছে।
বুধবার ( ৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হরতাল ও অবরোধ সমর্থকরা আবদুল্লাহপুর থেকে গুলিস্তান চলাচলকারী ৩ নম্বর বাসে আগুন দেয়।
আহত নাজিম উদ্দিনের বাড়ি শেরপুর জেলার শীবর্দি এলাকায়। সে রাজধানীর মধুবাগ এলাকায় থাকে।
দগ্ধ নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, রাজধানীর উত্তরার কসাইবাড়িতে পার্কিং করা বাসে ঘুমিয়ে ছিলাম। রাতে বাসের ভেতরে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে জানালা দিয়ে লাফিয়ে পড়ি। এ সময় আমার শরীরে আগুন লাগে।
প্রথমে শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, শিশুটির দেহের পাঁচ শতাংশ পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫