ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোল বোমায় দগ্ধ কনস্টেবল শামীমের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
পেট্রোল বোমায় দগ্ধ কনস্টেবল শামীমের মৃত্যু প্রতীকী

ঢাকা: অবরোধকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় দগ্ধ পুলিশ কনস্টেবল শামীম মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



দুপুর ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, শামীমের মৃত্যুর খবর আমরা পেয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ এখনও তার ডেথ সার্টিফিকেট দেয়নি।

নিহত শামীমের মরদেহ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে।

গত ১৭ জানুয়ারি রাতে রাজধানীর রমনা এলাকায় মৎস্য ভবনের সামনের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সামনের সড়কে পুলিশের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা। এ ঘটনায় দগ্ধ হন শামীমসহ (২৫) পাঁচ পুলিশ সদস্য।

পুলিশ কনস্টেবল শামীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ১৮ জানুয়ারি চিকিৎসাধীন কনস্টেবল শামীমকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।