ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজনৈতিক অস্থিতিশীলতায়

অনিশ্চিত ও স্থবির কৃষকদের জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
অনিশ্চিত ও স্থবির কৃষকদের জীবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক অস্থিতিশীলতায় কৃষকদের জীবনযাপন অনিশ্চিত ও স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ সময়ের পরিশ্রমের মাধ্যমে উৎপাদিত ফসলের দাম না পেয়ে কৃষকদের এখন পথে বসার উপক্রম।

এসব কৃষকদের মধ্যে অনেকেই জড়িয়ে পড়েছেন ঋণের জালে। কেউবা জমি বর্গা নিয়ে জমি চাষ করেছেন। ফসল বিক্রি করে ঋণের  কিস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু এখন ঋণ শোধ তো দূরের কথা সংসার চালানো দুরূহ হয়ে পড়েছে।
 
বৃহস্পতিবার(০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ‘বর্তমান সহিংসতা: কৃষিশ্রমিক, ক্ষুদ্র-কৃষক ও খেটে খাওয়া মানুষের অভিঘাত’ শিরোনামে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
 
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাকক্ষে এ সভার আয়োজন করে কৃষি শ্রমিক অধিকার মঞ্চ।
 
সভায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন ‘পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের কৃষকের মাধ্যমে দেশ ও গ্রামীণ অর্থনীতি এগিয়ে যাচ্ছিল। কিন্ত বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা তাদের জীবন যাত্রাকে থামিয়ে দিয়েছে।
 
বাংলাদেশ ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার ধারণাপত্রে উল্লেখ করেন, চলমান আন্দোলনে পরিবহন ব্যবস্থা অচল হওয়ায় কৃষকরা তাদের পণ্য বাজারে বিক্রি করতে পারছেন না। সবজি চাষীদের সবজি মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে।
 
হাটবাজার ক্রেতা শুন্য হওয়ায় ধান, আলু, শীতকালীন সবজি, দুধ, ফুল, ফলসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম পাচ্ছেন না কৃষক। অধিকাংশ কৃষকদের অতিরিক্ত মূলধন থাকে না। তাই তারা যদি কোনো ফসলের দাম না পান তাহলে তাদের জীবন থেমে যাবে।
 
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, কৃষির সঙ্গে তৃণমূল পর্যায়ের মানুষের সবচেয়ে বেশি সম্পৃক্ততা রয়েছে। এসব মানুষের পক্ষে কথা বলার কেউ নেই। অথচ তাদের উৎপাদিত পণ্যেই সারাদেশের মানুষ জীবিকা নির্বাহ করেন। বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন ব্যবসায়ীরা।    
 
সভায় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক সহ আরো অনেকে।
 
বাংলাদেশ সময়:১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

** ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।