লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রেস্টুরেন্টের চুলার আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
মৃতরা হলেন-হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সুরুজ্জ্বল মিয়া (৩৪) ও একই গ্রামের হেমন্ত বর্মনের ছেলে তপন বর্মন (৩০)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বাংলানিউজকে জানান, ৩০ জানুয়ারি রাতে উপজেলার দইখাওয়া হাটের পিপাসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চুলা বিস্ফোরিত হয়। এতে রেস্টুরেন্টে আগুন লাগলে দগ্ধ হন কর্মচারী সুরুজ্জ্বল ও তপন। এ অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাতে তারা মারা যান।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫