ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
নাশকতার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: হরতাল ও অবরোধের কর্মসূচিতে নাশকতার প্রতিবাদে খুলনায় চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), কেন্দ্রীয় ও জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।



এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হরতাল- অবরোধের নামে ২০ দলীয় জোট পেট্রোল বোমা মেরে ও ট্রেনের ফিশপ্লেট অপসারণ করাসহ একের পর এক নানা দুর্ঘটনা ঘটাচ্ছে। এতে করে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।

ভয়াবহ নাশকতামূলক এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর জন্য আহবান জানান তারা।

বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।