গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে একটি কারিগরি মহাবিদ্যালয়ের ল্যাবসহ চারটি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালিরখামার গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আলহাজ্ব সেলিমা মাধ্যমিক ও কারিগরি মহাবিদ্যালয়ের ল্যাবে হঠাৎ আগুন ধরে যায়। এতে ল্যাবের ২০টি কম্পিউটারসহ যাবতীয় আসবাবপত্র ও সংলগ্ন চারটি দোকান গুড়ে গেছে।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোত্তালিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫