ঠাকুরগাঁও: (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ট্যাবলেট পিসি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূমি, সমাজসেবা, কৃষি, পল্লী উন্নয়ন, মৎস্য, থানা, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসহ ২৩ দপ্তরের কর্মকর্তাদের মধ্যে এই ট্যাবলেট পিসি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম কর্মকর্তাদের হাতে এ পিসি তুলে দেন। এ সময় এসি ল্যান্ড শফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
ইউএনও গোলাম আজম বাংলানিউজকে জানান, ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ট্যাবলেট পিসি দেওয়া হলো। এতে ওই দপ্তরের সব প্রতিবেদন খুব দ্রুত তৈরি ও ইন্টারনেটের মাধ্যমে পাঠানো সহজ হবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫