ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈর গজারী বন থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
কালিয়াকৈর গজারী বন থেকে নারীর লাশ উদ্ধার

গাজীপুর: জেলার কালিয়াকৈর গজারী বন থেকে অজ্ঞাত নামা নারীর (৪৫) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।



কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই)  রাজীব খান জানান, সকালে কালিয়াকৈরের কালামপুর এলাকায় সিরাজ জুট মিলের পাশে গজারী বনের ভেতর লাকড়ি কুড়াতে গেলে কয়েকজন লাশটি দেখতে  পেয়ে পুলিশে খবর দেয়।   খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে গোলাপী রংয়ের
সালোয়ার, শেমিজ ও স্যুয়েটার ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন
পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।