ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে নারী বন্দির ‘রহস্যজনক’ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে নারী বন্দির ‘রহস্যজনক’ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সুফিয়া বগম (৫০) নামে এক নারী বন্দি মারা গেছেন। তবে তার মৃত্যু নিয়ে হাসপাতাল ও কারা কর্তৃপক্ষ ভিন্ন বক্তব্য দেওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।



বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুফিয়ার মৃত্যু হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে আনার পর বিষয়টি জানাজানি হয়।

কারা সূত্রে জানা যায়, সুফিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়। মাদক মামলায় চলতি বছরের ২২ জানুয়ারি থেকে তিনি কারা অন্তরীণ ছিলেন।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে সদর হাসপাতালে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ডেপুটি জেল সুপার সাইমুর রহমান জানান, সুফিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার সন্ধ্যয় তার অবস্থা খারাপ হলে প্রথমে তাকে কারা হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে আনা হয়। পরে সেখানেই তিনি মারা যান।

এদিকে, জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই সুফিয়ার মৃত্যু হয়।

মৃতদেহের সুরতহালকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা শারমিন জানান, সদর হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সুফিয়ার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।