গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমনের চাকায় মাফলার পেঁচিয়ে মৃত্যুঞ্জয় বালা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কোটালীপাড়া-রাজৈর সড়কের পেটকাটা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন আইচ বাংলানিউজকে জানিয়েছেন, মৃত্যুঞ্জয় বালা কোটালীপাড়ার কলাবাড়ি থেকে নসিমনে চড়ে বাড়ি ফিরছিলেন। নসিমনটি কোটালীপাড়া-রাজৈর সড়কের পেটকাটা ব্রিজের কাছে এলে হঠাৎ তার গলার মাফলার নসিমনের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫