ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উৎস একই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উৎস একই শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: জঙ্গি ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উৎস একই। এ অর্থায়নেই অবরোধ-হরতালে মানুষ হত্যা করা হচ্ছে।

তবে এ উৎসের সন্ধান মিললেও তা এখনই ডিসক্লোজ করবে না সরকার।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কিত টাস্কফোর্সের সভা শেষে একথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।   

টাস্কফোর্সের সভা শেষে সভাপতি আমির হোসেন আমু বলেন, জঙ্গিদের অর্থায়নের উৎস কী তা নিয়ে যে তদন্ত চলছে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অর্থের জোগান সম্পর্কে আমরা সন্তোষজনক তথ্য পেয়েছি। তদন্ত পর্যায়ে ডিসক্লোজ করা ঠিক হবে না। আমরা আপনাদের জানাবো।  

তবে শিল্পমন্ত্রী জঙ্গি অর্থায়নের বিষয় স্পষ্ট করে বলেন, আগের জঙ্গি অর্থায়ন ও বর্তমানে যে মানুষ হত্যা করা হচ্ছে তার উৎস একই। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হতে বলেছি।

বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।