ময়মনসিংহ : ময়মনসিংহে মাসুদ রানা (২৭) নামে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জজ কোর্টের ফুলবাড়িয়ার নির্বাহী ২ নং অঞ্চলের আদালতের সামনে থেকে আইনজীবীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ভুয়া আইনজীবী মাসুদ রানা দীর্ঘদিন ধরে ওকালত নামা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হকের সিল স্বাক্ষর জাল করে মামলা পরিচালনা করে আসছিলো।
বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়ার নির্বাহী ২ নং অঞ্চলের আদালতের সামনে মামলা পরিচালনার সময় আইনজীবী সমিতির লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে।
এ সময় তার কাছ থেকে বেশ কিছু জাল ওকালতনামা, হাজিরা ও জামিননামা উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালী মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) ওয়াসিম কুমার দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া আইনজীবীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫