শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতীগাড়া গ্রামের মৃত কান্দু তাঁতির ছেলে নিপেন তাঁতি (৩৫) ও একই ইউনিয়নের ফুলতলা গ্রামের মো. আলম (৫০)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫