কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মোহছেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টায় উপজেলার হারবাং ইউনিয়নের পাহাড়ি এলাকায় উত্তর হারবাং গ্রামে এ ঘটনা ঘটে।
হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর বাংলানিউজকে জানান, দুপুরে কয়েকটি বন্যহাতি পানের বরজে চড়াও হয়। এ সময় সেখানে কর্মরত মোহছেনা বেগমকে পা দিয়ে পিষ্ট করে একটি হাতি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার উপপরির্শক (এসআই) আবদুর রহিম বাংলানিউজকে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫