বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান সমাজ উন্নয়ন কর্ম’র (সার্ক) ভেতর থেকে মোহাম্মদ আলী (৬৫) নামে জাতীয় পার্টির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের লালখাপাড়ার মৃত পোকড়া মোল্লার ছেলে। তিনি উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সার্ক-এর নৈশ প্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশের ধারণা, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্ত্বরা সার্ক অফিসের ভেতরে ঢুকে টাকা-পয়সা লুটপাট করার চেষ্টা করে। দুর্বৃত্ত্বদের চিনে ফেলায় মোহাম্মদ আলীকে হত্যা করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫