ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে চিকিৎসকদের মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
সারাদেশে চিকিৎসকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসব মানববন্ধনে চিকিৎসক, হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

 
 
বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন:
 
চাঁদপুর: শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে চিকিৎসকরা।  
 
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখা আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক, সিভিল সার্জন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির লোকজন অংশ নেয়।
 
এছাড়া, চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় সম্মিলিত মানবাধিকার পরিষদ চাঁদপুরের উদ্যোগে প্রতীকি অনশন কর্মসূচি পালিত হয়।
 
মুন্সীগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
 
মানববন্ধনে হরতাল-অবরোধ ও সহিংসতা বন্ধ ও বিএনপি-জামায়াত জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। মানববন্ধনে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন একাত্মতা প্রকাশ করেন।   

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বাচিপের সভাপতি ডা. আক্তার হোসেন বাপ্পী, সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এহছানুল করীম, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাখাওয়াত হোসেন, গাইনি বিশেষজ্ঞ ডা. উম্মে কুলসুম শম্পা, ডা. তৌহিদা নাসরিন, নার্সিং ইনস্টিটিউটের সুপারিন্টেন্ড নিলুফা ইয়াসমিন, চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি নবী হোসেন প্রমুখ।
 
বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জ উপজেলা শাখা বিএমএ উদ্যোগে সকালে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, মেডিসিন কনসালট্যান্ট ডা. নারায়ণ চন্দ্র সরকার, গাইনি কনসালট্যান্ট ডা. সাবিহা নাজনিন পপি, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. হেমন্ত রায় চৌধুরী প্রমুখ।  
 
বাগেরহাট: বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে চিকিৎসক, নার্স, ম্যাটসের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাগেরহাট বিএমএর সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন আকন প্রমুখ।
 
এছাড়া, মংলা, মোরেলগঞ্জ, মোল্লাহাটসহ জেলার নয়টি উপজেলায় বিএমএ একই কর্মসূচি পালন করেছে।
 
জয়পুরহাট: দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল চত্বরে ৩০ মিনিট ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারী-কর্মকতারা।
 
এ সময় বক্তব্য রাখেন- হাসপাতালের তত্তাবধায়ক ডা. মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লাইলি আক্তার, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. জোবায়ের গালিব প্রমুখ।  
 
হবিগঞ্জ: দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত হবিগঞ্জ সদর থানার কাছে শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন- জেলা বিএমএর সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী।
 
এ সময় বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. অসিত রঞ্জন দাস, ডা. সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডা. সারোয়ার আলম, ডা. প্রদীপ কুমার দাস, ডা. আশরাফ উদ্দিন, ডা. মহসিন করিম, ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, ডা. রাম চন্দ্র দাস, ডা. জিয়াউর রহমান, ডা. মুখলিছুর রহমান শামিম, ডা. মাহবুবুর রহমান, ডা. শোভন, ডা. শামিমা আক্তার প্রমুখ।
 
মৌলভীবাজার: দুপুর ১২টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে চিকিৎসক, নার্স, প্যারামেডিকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
এ সময় বক্তব্য রাখেন- হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুব্রত্র কুমার রায়, জেলা বিএমএর সভাপতি ডা. সাব্বির আহমদ খান, ডা.পলাশ রায় প্রমুখ।
 
সাতক্ষীরা: দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ও সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ সাতক্ষীরা জেলা শাখা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক-শিক্ষার্থীরা পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।  
 
স্বাধীনতা চিকৎসক পরিষদ ও বিএমএর মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, বিএমএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি ডা. মোখলেছুর রহমান, ডা শামছুর রহমান, ডা. সুকান্ত মজুমদার, ডা. অমল বিশ্বাস, ডা. রহিমা খাতুন প্রমুখ।  
 
সাতক্ষীরা মেডিকেল কলেজ আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. দেলোয়ার হোসেন, চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডা. হরষিত চক্রবর্তী, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সঞ্জয় সরকার, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাসির উদ্দিন, গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারহানা হোসেন প্রমুখ।  
 
সিরাজগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে চিকিৎসক, নার্স ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
সিরাজগঞ্জ বিএমএর সভাপতি ডা. জহুরুল হক রাজার সভাপতিত্বে মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইসহাক আলী, ডেপুটি সিভিল সার্জন আশরাফ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সোহরাব আলী, ডা. আব্দুর রাজ্জাক, ডা. আকরামুজ্জামান, আসাদ উদ্দিন পবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
 
পটুয়াখালী: বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিএমএ, স্বাচিপ, পটুয়াখালী মেডিকেল কলেজ এবং পটুয়াখালী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
আধাঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে- বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক এম এ মান্নান, পটুয়াখালী সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান প্রমুখ।  
 
ভোলা: শনিবার দুপুরে ভোলা সদর হাসপাতাল চত্বরে চিকিৎসক, নার্স ও হাসপাতালের স্টাফদের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  
 
এ সময় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ডা. আবু বকর সিদ্দিক প্রমুখ।
 
লক্ষ্মীপুর: দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।   
 
এ সময় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, জেলা স্বাচিপ সভাপতি ডা. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ডা. রত্নদ্বীপ পাল, পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ডা. কাজল কান্তি দাস প্রমুখ।
 
এদিকে, রামগতি-লক্ষ্মীপুর সড়কে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন- ডা. মো. নিজাম উদ্দিন, ডা. নারগীস পারভীন, ডা. রেজাউল করিম, ডা. মুশফিকুর রহমান, সিনিয়র নার্স কুসুমরানী পাইক, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. শহিদ উদ্দিন, পরিসংখ্যানবিধ (স্বাস্থ্য বিভাগ) মো. জাকির হোসেন, ডা. মোশারেফ হোসেন ও ডা. দাউদ সিদ্দিকীসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।   

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।