ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসার মাসে জুটিদের জন্য নান্দোসে হীরার আংটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ভালোবাসার মাসে জুটিদের জন্য নান্দোসে হীরার আংটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ব ভালোবাসা দিবসের এ মাসে জুটিদের জন্য দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় রেস্তোরাঁ ইন্টারন্যাশনাল ফুড চেইন নান্দোস নিয়ে এলো সুস্বাদু ‘ভ্যালেনটাইন’স মিল’। শুধু খাবারই নয় ভাগ্যবান দুই জুটি জিতে নিতে পারেন হীরার আংটি।

এখানে খেতে আসলে একটি নির্ধারিত ফরমপূরণ করে উপভোগ করতে পারবেন এ অফারটি।

অফারের আওতায় ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে নান্দোসে বসে খেতে পারেন- বাটারফ্লাই চিকেন স্টেক, ডিজাইনার ডিংকস, ওয়েজেস, স্ত্রিপ্স ও রাইস, পেরি বাইটস, ব্রাউনি ও আইসক্রিম।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নান্দোস’র এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

নান্দোস’র খন্দকার কামরান খালেদ বলেন, হীরার আংটি ছাড়াও ৫০ জন ভাগ্যবান জুটিদের জন্য থাকছে একইরকম ‘পেরি-ফিক টি-শাট। আর একসঙ্গে দুজন এই টি-শার্ট গায়ে দিয়ে আসলে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যেকোনো নান্দোসের শাখায় পাবেন একটির সঙ্গে একটি ফ্রি ভ্যালেনটাইন’স মিল। তৃতীয় পুরস্কার হিসেবে নান্দোস রেখেছে ১০০টি ভাগ্যবান জুটিদের জন্য এক হাজার টাকার নান্দোস ডিসকাউন্ট কুপন।

তিনি জানান, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নান্দোস’র এই ক্যাম্পেইনটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে।

অনুষ্ঠানে বলা হয়, পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই নান্দস সাজানো হবে এক সৌম্য ও অনন্য পরিবেশে। ভালোবাসার মানুষটির সঙ্গে কিছু অতুলনীয় সময় ও সুস্বাদু ভ্যালেনটাইন’স মিল উপভোগ করতে চলে যেতে হবে নান্দোসে।

১৯৮৭ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নান্দোস প্রতিষ্ঠিত হয়। বিশ্বের ৩০টি দেশে এর এক হাজার আউটলেট রয়েছে। ২০১০ সালে অ্যাডভার্টাইজিং এজ ম্যাগাজিন নান্দোসকে বিশ্বের ৩০টি হটেস্ট মার্কেটিং ব্র্যান্ড তালিকায় অন্তর্ভুক্ত করে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।