মাগুরা: পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে সদর হাসপতালে কর্মরত চিকিৎসকরা।
শনিবার দুপুর ১টার দিকে সদর হাসপাতালের সামনে সিভিল সার্জন ডা. সুনিল চন্দ্র রায়ের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও বিএমএ নেতারা।
এ সময় বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. কাজী তারিফুজ্জামান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা দেশের বিভিন্নস্থানে পেট্রোল বোমা ছুঁড়ে নিরীহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫