ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
নাশকতার প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে সদর হাসপতালে কর্মরত চিকিৎসকরা।  

শনিবার দুপুর ১টার দিকে সদর হাসপাতালের সামনে সিভিল সার্জন ডা. সুনিল চন্দ্র রায়ের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও বিএমএ নেতারা।



এ সময় বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. কাজী তারিফুজ্জামান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা দেশের বিভিন্নস্থানে পেট্রোল বোমা ছুঁড়ে নিরীহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।