ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সংকট নিরসনে জাতীয় সংলাপ

সংকট নিরসনে সংলাপের তারিখ ঘোষণার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
সংকট নিরসনে সংলাপের তারিখ ঘোষণার দাবি ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান সমস্যা একটি জাতীয় সংকট। এ থেকে উত্তরণে সংলাপের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।



তিনি বলেন, বিএনপিকে বলবো আপনারা পেট্রোল বোমা নিক্ষেপ বন্ধ করুন। আর সরকারকে বলবো জাতীয় সংলাপের জন্য একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ উদ্যোগে ‘জাতীয় সংকটে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিলে বৈঠকে তিনি এ মত দেন।  

বৈঠকের দ্বিতীয় পর্বে প্রযুক্তিবিদ হাবিব উল্যাহ করিমের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম সামসুল হুদা।

মান্না বলেন,বর্তমান সমস্যার সমাধান একমাত্র সংলাপের মধ্যেই করা সম্ভব। সংলাপ ছাড়া কোন সমাধানই আসবে না।

বিএনপি’র আন্দোলন প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ বিএনপিকে আন্দোলন বন্ধ করতে বলা হচ্ছে। কিন্তু আন্দোলন বন্ধ করার পর যদি তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। তাহলে তো সমস্যার সমাধান হবে না। তাই যুদ্ধাপরাধী ছাড়া বাকি রাজনীতিবিদদের মুক্তি দিতে হবে। একই সাথে সংলাপের তারিখ ঘোষণা করতে হবে।

বিএনপিসহ বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি সংলাপের ডাক দেওয়া হয় তাহলে ওই সময় থেকে সকল প্রকার আন্দোল সংগ্রাম বন্ধ রাখতে হবে।

মান্না বলেন, চলমান সংকট নিরসনে সুশীল সমাজের ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে যুদ্ধাপরাধী ছাড়া অন্য সবাইকে নিয়ে সংলাপে বসতে হবে। সংলাপ শুধু দুই দলের মধ্যে হলে হবে না। দেশের সকল সকল সক্রিয় রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের অংশ গ্রহণ থাকতে হবে।

গোলটেবিল বৈঠকে মাহমুদুর রহমান মান্না একটি লিখিত বক্তব্য পাঠ করে শোনান। এতে বলা হয়, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে হবে। দেশে আজ এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থা থেকে শান্তিপূর্ণ উপায়ে সংকট উত্তরণের মাধ্যমে জনগণ স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চায়। শান্তিপূর্ণ অবস্থায় বিরজমান সমস্যার দ্রুত সমাধান করতে হবে।  

** বল সরকারের কোর্টে, তাদেরই উদ্যোগ নিতে হবে
** স্থায়ী সমাধানে রাষ্ট্রপতিকে উদ্যোগ নিতে হবে

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।