লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর ও রায়পুর উপজেলায় পৃথক ঘটনায় প্রবাসীর স্ত্রীসহ দুই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(৭ ফেব্রুয়ারি) সকালে ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের সোলায়মানের স্ত্রী কুসুম বেগম (৪৫) শুক্রবার গভীর রাতে বসতঘর থেকে বের হয়ে যায়। পরে পাশের একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখে লোকজন পুলিশকে খবর দেয়। কুসুম ৪ সন্তানের জননী ছিলেন।
এদিকে, কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামের প্রবাসী ইব্রাহিম হোসেনের স্ত্রী আকলিমা বেগমের (২২) ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফোরকান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫