ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শওকত মাহমুদের মামলা প্রত্যাহারের দাবি জেইউবি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শওকত মাহমুদের মামলা প্রত্যাহারের দাবি জেইউবি’র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) একাংশের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি)।

রোববার(৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি তুলে ধরা হয়।



জেইউবি’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিনুর রশিদ সাইনের পরিচালনায় মানববন্ধনে বিএফইউজে’র সহকারী মহাসচিব মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক নেতা খন্দকার আব্দুর রহিম হিরু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রহিম বগরা, মহসিন আলী রাজু, সবুর শাহ্ লোটাস, আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ইচ্ছেমতো গণমাধ্যম বন্ধ করে ও সাংবাদিক নেতাদেরকে গ্রেফতার করে সাংবাদিক সমাজকে দমিয়ে রাখা যাবে না। মানুষের বাক স্বাধীনতা হরণ করা হলে সেটা হবে যেকোনো সরকারের জন্যই হুমকিস্বরুপ। এমন সময় আসবে, যথন জনতার রোষানল থেকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা রেহাই পাবেন না। দেশে গুম, হত্যা বেড়ে গেছে। সেদিকে দৃষ্টি না দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের, গ্রেফতার, হয়রানি করে মানবাধিকার লংঘনের যে ঘটনা বর্তমান সরকারের সময় ঘটছে, তা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।  

তাই অবিলম্বে শওকত মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান উপস্থিত সাংবাদিকরা।  

মানববন্ধনে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।