ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
না.গঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে শনিবার থেকে কাজ বন্ধ করে দিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। ফতুল্লায় প্রাউড টেক্সটাইল নামের রপ্তানিমুখী কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।



তবে মালিকপক্ষের দাবি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি অযৌক্তিক। জানুয়ারি মাস থেকেই সরকারি নিয়মে তাদের ইনক্রিমেন্ট হিসেবে বেতন বৃদ্ধি করা হয়েছে।

জানা যায়, প্রাউড টেক্সটাইলের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে শনিবার কাজ বন্ধ করে প্রতিবাদ জানায় এবং রোববার সকাল থেকে তারা পুরোপুরি কাজ বন্ধ করে দেন। তাদের দাবি মালিকপক্ষ ইনক্রিমেন্ট অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করেনি।

এ ব্যাপারে জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার মাহাবুব আলম জানান, বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে সেটা সমঝোতার চেষ্টা চলছে।

বিকেএমইএ এর লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক জানান, প্রাউড টেক্সটাইলের শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়ার কথা শুনেছি। এ ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমার মনে হয় শ্রমিকদের দাবি অযৌক্তিক।

তিনি বলেন, মজুরি বোর্ডের নির্ধারণ করে দেওয়া সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩’শ টাকা করার সময় প্রতিবছর ৫ শতাংশ ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। মালিকপক্ষ জানুয়ারি মাসে শ্রমিকদের বেতন ৫ শতাংশ বৃদ্ধি করেছে। কিন্তু শ্রমিকরা আরও বেশি বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন।

জিএম ফারুক, মালিক ও শ্রমিক উভয়পক্ষকে শ্রম আইন মেনে চলার আহবান জানান। তিনি বলেন, শ্রম আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।