ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

ঢাকা: আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নামে সরকার অনুমোদিত একটি মানবাধিকার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটেছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি।



সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্যাতন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
 
এছাড়াও সরকারি কাজে সহায়তা, সার্ক এর নানাবিধ কার্যক্রম এবং অন্যান্য সেবামূলক কার্যক্রমও চালিয়ে যাওয়ার পরিকল্পনা জানায় সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমীরুল কবির চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি ও বিচারপতি আলহাজ্ব মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক, মানবাধিকার সংগঠক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, ব্যারিস্টার ইউসুফ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।