ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
পাবনায় বিএনপি-জামায়াতের  ৬০ নেতাকর্মী আটক

পাবনা: নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে চাটমোহর থানা যুবদল সভাপতি সেলিমসহ বিএনপি-জামায়াতের  ৬০ জনকে আটক করেছে পুলিশ।  

শনিবার রাত থেকে রোববার(৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত তাদের আটক করা হয়।



চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে চাটমোহর পৌর সদরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে কমপক্ষে সাতটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এরপর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে পৌর সদরের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন- চাটমোহর উপজেলা যুবদলের সভাপতি পৌর সদরের জিরো পয়েন্ট এলাকার মৃত রহমত আলীর ছেলে সেলিম রেজা, গুনাইগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি চরপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মুরাদ হোসেন, একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি চরপাড়া গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে আলাল হোসেন, ছাইকোলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাটেঙ্গা গ্রামের তাছের মোল্লার ছেলে আব্দুল হান্নান, যুবদল সদস্য একই গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে মো. নুরুজ্জামান।

আটকদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।