ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।



সাক্ষাৎকালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে তার দেশের সরকার ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলো অত্যন্ত আগ্রহী বলে জানান সুইডিশ রাষ্ট্রদূত। তারা বাংলাদেশী পণ্য সুইডেনে আমদানির পাশাপাশি বেশ কিছু পণ্য যেমন- আসবাবপত্র, হস্তশিল্প ইত্যাদি এদেশে উৎপাদনেও আগ্রহী।

সুইডিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ব্যাপক উন্নয়ন কার্যক্রমে বিপুল পরিমাণ দক্ষ জনশক্তি প্রয়োজন। এ জনশক্তির দক্ষতা ও কারিগরি জ্ঞান অর্জন এবং বাড়াতে সুইডেন বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে।

বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে ফ্রিসেল এদেশের স্বাস্থ্য খাতেও সহায়তা অব্যহত রাখার আশ্বাস প্রকাশ করেন।

এছাড়া জলবায়ু পরিবর্তন, পানি পরিশোধন, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সুইডেনের কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে রাষ্ট্রদূত বৈঠকে জানান।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছে সেসবের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ কঠোর পরিশ্রমের মাধ্যমে এদেশের অর্থনীতিতে যে অপ্রতিরোধ্য গতি সঞ্চার করেছে তার জন্য প্রয়োজন স্থিতিশীলতা।

তিনি শিগগিরই চলমান ধবংসাত্মক অবরোধ কর্মসূচির অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত ৪৪ বছর ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে সুইডেনের অব্যহত সমর্থন ও সহযোগিতার জন্য রাষ্ট্রদূত এবং তার মাধ্যমে সুইডিশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

তিনি সুইডিশ রাষ্ট্রদূতকে তার কর্মকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।