ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অবৈধ ওষুধ বিক্রির দায়ে দু’জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ফরিদপুরে অবৈধ ওষুধ বিক্রির দায়ে দু’জনের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: শহরের হাজি শরীয়াতুল্লাহ বাজার এলাকায় অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।



আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক জানান, অনুমোদনহীন ও মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বিভিন্ন ভূয়া কোম্পানির যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি করার সময় ওই বাজার এলাকার আবুল ও মাহাবুব নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
 
পরে আদালতের মাধ্যমে তাদের দু’জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তীতে এ ধরনের ওষুধ বিক্রি না করার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।

এসময় দুই দোকান থেকেই উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ধ্বংস করা হয়।

এছাড়া শহরের ইসলিমায়া হোটেলের পরিবেশ ও খাবারের মান নিম্ন হওয়ায় ভোক্তাধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।