ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৮শ’ রিয়ালে গৃহকর্মী নেবে সৌদি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
৮শ’ রিয়ালে গৃহকর্মী নেবে সৌদি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৌদি আরবে ৮০০ রিয়াল (প্রায় ১৬ হাজার ৫৯২ টাকা) মাসিক বেতনে গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ।

এছাড়া প্লেন ভাড়া, ভিসা ও ট্যাক্সসহ (লেভি) যাবতীয় খরচ বহন করবে নিয়োগদানকারী কর্তৃপক্ষ।



মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে ‘এগ্রিমেন্ট অন ডোমেস্টিক সার্ভিস ওয়াকার্স’ শীর্ষক এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার এবং সফররত সৌদি আরবের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমদ আল ফাহাইদ নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি অনুয়ায়ী, গৃহকর্মী, মালী, চালকসহ ১২টি ক্যাটাগরিতে শ্রমিক নেবে সৌদি আরব। এখন শুধু গৃহকর্মীই নেবে দেশটি। এজন্য এই মুহূর্তে অন্য খাতে কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না।

তবে দেশটি শিগগিরই অন্যান্য সেক্টরেও শ্রমিক নেওয়া শুরু করবে বলে জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার জানান, গৃহকর্মীদের ন্যূনতম মাসিক বেতন হবে ৮০০ রিয়াল। তাদের যাতায়াত, ভিসা, ট্যাক্সসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন।

‘আপাতত গৃহকর্মীই নিচ্ছে তারা (সৌদি আরব)। শিগগির গৃহকর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে’—যোগ করেন তিনি।  

সাংবাদিকদের সচিব জানান, গৃহকর্মী ছাড়া বাকি ১১ ক্যাটাগরির শ্রমিকদের বেতন এখনও নির্ধারিত হয়নি। তাদের বেতন নির্ভর করবে দক্ষতা আর কাজের মানের ওপর।

তিনি বলেন, শ্রমিকরা বেশি দক্ষ হলে বেতন ভালো হবে। তবে তাদের বেতনও হবে কমপক্ষে ৮০০ রিয়াল।

‘আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ অনুসারে কর্মীরা ৮ঘণ্টা কাজ করবেন’ জানিয়ে সচিব খন্দকার ইফতেখার হায়দার বলেন, একুশটি মেগা কোম্পানির মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যে কর্মী নেবে দেশটি।

সৌদি আরবের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমদ আল ফাহাইদ বলেন, সব খরচই সৌদি নিয়োগকর্তা বহন করবেন। এজন্য কর্মীকে বাড়তি কোনো খরচ করতে হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের বেতন নির্ভর করবে তাদের কাজের দক্ষতা ও  মানের ওপর। আশা করি সৌদি আরবের চমৎকার কর্ম পরিবেশ  তারা উপভোগ করবেন।

আর্ন্তজাতিক নিয়ম অনুযায়ী শ্রমিকরা সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলেও জানান তিনি।  

এর আগে সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) এবং সৌদি আরবের জনশক্তি আমদানিকারকদের সংগঠন সৌদি ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটির (সানারকম) মধ্যে একটি চুক্তি সই হয়।

এদিকে সোমবার ঢাকা সফররত সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের বেতন হবে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ রিয়াল।

কিন্তু মঙ্গলবার বিকেলে ৮০০ রিয়াল বেতনে একটি চুক্তি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।  

বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা করতে ০৮ ফেব্রুয়ারি রোববার ঢাকায় আসে সৌদি আরবের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমদ আল ফাহাইদ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫, আপডেট: ২১৩৫ ঘণ্টা

** বায়রা- সানারকম চুক্তি সই, সৌদিতে শ্রমিকের বেতন হবে ৮০০ রিয়াল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।