নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার কালিতারা বাজারে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম মাসুদ ওরফে নিগ্রো মাসুদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশি হেফাজতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পূর্ব চরউরিয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সম্প্রতি যুবদল থেকে যুবলীগে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
নিহতের পরিবারের লোকজন বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় সন্ত্রাসী সুজন ও মিলন বাহিনীর কয়েকজন সদস্য বাড়ি থেকে মাসুদকে ডেকে নিয়ে যায়। পরে তারা স্থানীয় কালিতারা বাজারে নিয়ে মাসুদকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে যায়।
খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ হেফাজতে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত থেকে তাকে জেলা কারাগারে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা রবিউল রিংকু বাংলানিউজকে জানান, মাসুদ আগে যুবদল করত। সম্প্রতি তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হয়েছেন। আসন্ন ইউনিয়ন যুবলীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিল।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত মাসুদ রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো আমরা পুরোপুরি নিশ্চিত নই। তবে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫