পাবনা: পাবনায় দু’টি ট্রাক ভাঙচুর ও একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে জামায়াত কর্মীরা। এদিকে, নাশকতার আশঙ্কায় পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪৩ জনকে আটক করেছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধ চলাকালে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে জামায়াত-শিবির কর্মীরা দু’টি ট্রাক ভাঙচুর করে। এছাড়া পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাতমাইল এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে কেউ হতাহত হয়নি।
এদিকে, নাশকতার আশঙ্কায় জেলা জুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ।
পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫