মৌলভীবাজার: মৌলভীবাজারে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের শপাতপুর গ্রাম থেকে সিআর মামলায় মালিক মিয়া (৩৮) নামে এক বছরের কারাদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মালিক মিয়া ওই গ্রামের মৃত নইম উদ্দিন মিয়ার ছেলে।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মালিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন- এমন খবর পেয়ে ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫