ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়া ইউএনও অফিসের সার্ভেয়রকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
লোহাগড়া ইউএনও অফিসের সার্ভেয়রকে কুপিয়ে জখম

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের সার্ভেয়র আজগর শেখকে (৩৬) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উছেঠে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দত্তপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।



আজগর শেখ লোহাগড়া ইউএনও অফিসে প্রোসেস সার্ভেয়র হিসেবে কর্মরত।  

তাকে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

এলাকাবাসী জানায়, আজগর শেখ সকালে ইউএনও অফিসে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে প্রতিপক্ষ ওলিয়ার রহমানের লোকজন তাকে বাস থেকে নামিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি নড়াইল সদরের দত্তপাড়া আওয়ামী লীগ নেতার দোকান ঘরের জিনিস-পত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

তবে অভিযুক্ত ওলিয়ার রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানিয়েছেন দোষী ব্যক্তিদের আটকের জন্য অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।